তখন ছিল ফাগুন মাস আগুন ছিল মনে,
গোধুলির ওই সন্ধ্যা বেলায় বসেছি দুজনে।
আমার পাশে তুমি ছিলে তোমার পাশে আমি,
সেই গোধুলি আমার কাছে সবার চেয়ে দামি।
মিষ্টি হাসি মুখে তোমার লাজে রাঙা গাল,
মনের কোনে তোমার স্মৃতি রবে চিরকাল।
আমার গলায় সুর মিলিয়ে ধরতে যখন গান,
যেতাম ভেসে প্রেম দরিয়ায় আসত প্রেমের বান।
গান আমি ধরি আজও গোধুলি ও হয়।
শুধু তুমি নেই পাশে স্মৃতি টুকু রয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন