ডাকত পাখি গাইত গান নাচত দিঘির জল।
আমদের ও ছিল একটি না-ঘুমোনোর দল।
মায়ের চোখে ফাঁকি দিয়ে বৈশাখী দুপুরে,
বড়শি কাঁধে শিকারি হয়ে চলতাম ঐ দূরে।
বনের ধারে ঝিলের পাড়ে বড়শি নিয়ে হাতে।
বকের মতো চুপটি করে বসতাম এক সাথে।
ঘাসফড়িংকে টোপ বানিয়ে ফাঁসিয়ে নিতাম মাছ।
হারানো সেই দিন গুলো খুব মনে পড়ে আজ।
যেই মাছটি ছেড়ে যেত সেইটা বড় হত।
এসব নিয়ে আবোলতাবোল তর্ক হত যত।
তখন যেন ওসব ছিল সব কাজেরই কাজ।
হারানো সেই দিন গুলো খুব মনে পড়ে আজ।
_____________সুরজিৎ সী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন