বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

যদি জানতে

স্রোতের মুখে পা পড়েছে,
দিশেহারা তরী,
জানি শেষ তার নোনা জল,
এখন যার দু-ফোঁটা কপোলে!

চুরি গেছে মুখের ভাষা,
মনের আশা ছিনতাই,-
স্বপ্ন গুলো হাতছানি দেয়,
ডাস্টবিন থেকে!

মরণ পিপাসু প্রত্যাশা গুলো,
এখন প্রতিক্ষারত,
শুধু একটি ইশারা,
তোমার তর্জনীর!

মরীচিকা ভালোবাসা,
ভালো লাগা লুপ্তপ্রায়,
বিলুপ্ত অনুভূতি,
শরীর জীবাশ্ম। জীবন্ত!

তবু আঁখি আলোকচিত্রে,
তব আঁখি পানে,
নিষ্পলক অতলস্পর্শী।
__________সুরজিৎ সী

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

ফাগুন

তুমি কি যাবে আমার সঙ্গে,
ওই স্বর্গ উদ্যানে?
যেখানে বিন্দু বিন্দু করে
জমেছে ফাগুন,
রক্তিম পলাশের ডালে।
যেখানে কপোত কপোতি খেলে,
মনের সুখে।
কিচিমিচি রবে,
ঝগড়া করে দুইটি শালিক।
সবুজ ঘাসে মোড়া মাঠ,
ঘাসফুল চুম্বন করে নাগা পায়ে।

তুমি কি রাখবে তোমার মাথাটি,
আমার বুকে?
যে বুকে জমে গেছে,
রঙবেরঙের স্বপ্নের পাহাড়।
আঙুলের আলতো ছোঁয়ায়,
এঁকে দেব রামধনু,-
তোমার দুইটি চোখে।
যে চোখ দিয়ে দেখেছি আমি,
তোমার পৃথিবীর,-
তোমার আকাশ,-
দেখেছি তোমার তোমাকে।
______________সুরজিৎ সী

রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

আগুন

গোলাপ তো নয়,-
কেউ একজন এসেছিল মশাল হাতে,
কি চাইছিল ও,-
সেটা আজও স্পষ্ট নয় আমার কাছে!
মশাল নিভে যাওয়ার পরে ও,-
ওর চোখে আমি আগুন দেখেছিলাম!
কিসের আগুন ওটা,-
সেটা ভেবেই আজও আমার রাত কাটে!
উত্তর পাই না,-
অমন আগুনে যার দু-চোখ ভরা,
তার হাতে মশাল ছিল কেন?
চোখ ভরা আগুন কি কম তীব্র ছিল?
_____________________সুরজিৎ সী