বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

যদি জানতে

স্রোতের মুখে পা পড়েছে,
দিশেহারা তরী,
জানি শেষ তার নোনা জল,
এখন যার দু-ফোঁটা কপোলে!

চুরি গেছে মুখের ভাষা,
মনের আশা ছিনতাই,-
স্বপ্ন গুলো হাতছানি দেয়,
ডাস্টবিন থেকে!

মরণ পিপাসু প্রত্যাশা গুলো,
এখন প্রতিক্ষারত,
শুধু একটি ইশারা,
তোমার তর্জনীর!

মরীচিকা ভালোবাসা,
ভালো লাগা লুপ্তপ্রায়,
বিলুপ্ত অনুভূতি,
শরীর জীবাশ্ম। জীবন্ত!

তবু আঁখি আলোকচিত্রে,
তব আঁখি পানে,
নিষ্পলক অতলস্পর্শী।
__________সুরজিৎ সী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন