রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

আগুন

গোলাপ তো নয়,-
কেউ একজন এসেছিল মশাল হাতে,
কি চাইছিল ও,-
সেটা আজও স্পষ্ট নয় আমার কাছে!
মশাল নিভে যাওয়ার পরে ও,-
ওর চোখে আমি আগুন দেখেছিলাম!
কিসের আগুন ওটা,-
সেটা ভেবেই আজও আমার রাত কাটে!
উত্তর পাই না,-
অমন আগুনে যার দু-চোখ ভরা,
তার হাতে মশাল ছিল কেন?
চোখ ভরা আগুন কি কম তীব্র ছিল?
_____________________সুরজিৎ সী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন