তুমি কি যাবে আমার সঙ্গে,
ওই স্বর্গ উদ্যানে?
যেখানে বিন্দু বিন্দু করে
জমেছে ফাগুন,
রক্তিম পলাশের ডালে।
যেখানে কপোত কপোতি খেলে,
মনের সুখে।
কিচিমিচি রবে,
ঝগড়া করে দুইটি শালিক।
সবুজ ঘাসে মোড়া মাঠ,
ঘাসফুল চুম্বন করে নাগা পায়ে।
তুমি কি রাখবে তোমার মাথাটি,
আমার বুকে?
যে বুকে জমে গেছে,
রঙবেরঙের স্বপ্নের পাহাড়।
আঙুলের আলতো ছোঁয়ায়,
এঁকে দেব রামধনু,-
তোমার দুইটি চোখে।
যে চোখ দিয়ে দেখেছি আমি,
তোমার পৃথিবীর,-
তোমার আকাশ,-
দেখেছি তোমার তোমাকে।
______________সুরজিৎ সী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন