বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

১৪২২

তেমন কিছু না নিয়েই
অনেক কিছু দিয়েছো!
কিছুটা নিতে পেরেছি,
কিছুটা গেছে অবহেলায়।
দিয়েছো কয়েক বিন্দু দুঃখ,
এবং দু-হাত ভরে সুখ।
না দিলেই নয়, তাই সামান্য- কান্না।
তার হাত দিয়েই পাঠিয়ে ছিলে বুকভরা হাসি।
বিনিময়ে তুমি নিয়েছো কি,-
কিছু তো নয়।
আমি তো পেয়েছি,-
সূর্যের কিরণ, চাঁদের জ্যোৎস্না।
বৈশাখী উষ্ণতায় উষ্ণ হৃদয়।
শ্রাবণের রিমঝিম ছন্দে মাতাল দুপুর।
একগুচ্ছ কাশফুলের প্রেমময় স্মৃতি।
ধানের শিসে জমে থাকা,
ঊষার আলোয় ঝকমক করা,
একটি শিশির বিন্দু।
চলার পথে পেয়েছি শাল পিয়ালির শুকনো পাতা।
রক্তিম কৃষ্ণচুড়া, লাল পলাশের প্রেমের হাতছানি।
পেয়েছি সবচেয়ে বড় কিছু, সে আমার মা,
পেয়েছি মায়ের অকৃত্রিম স্নেহ,
অফুরন্ত ভালোবাসা, অশেষ আশীর্বাদ।
১৪২২ তোমার দুহাত ভরে দেওয়া এ দান,
কখনোই ভুলব না।
____________সুরজিৎ সী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন