শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

হাসি

স্বপ্ন গুলো বেচে দিয়ে
তোর জন্য কিনে ছিলাম
মুঠো ভরা সুখ।
শত ভিড়ের এ দুনিয়ায়
দেখতে শুধু চেয়ে ছিলাম
তোর হাসি মুখ।
কাঁপা কাঁপা দুইটি হাতে
আজও আমি ফুটপাতে
স্বপ্ন গুলো বেচি।
তোর মুখের ঐ মিষ্টি হাসি
দেখতে বারেক দুচোখে ভরে
আজও বেঁচে আছি।
_________সুরজিৎ সী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন