আজকে আমি যাচ্ছি মা-গো অনেক দূরে চলে।
আসব ফিরে সেদিন আবার,-
যেদিন তুমি বাড়িয়ে দু-হাত ডাকবে খোকা বলে।
যাচ্ছি মা-গো তোমায় ছেড়ে সাতটি সাগর পার।
আসব ফিরে সেদিন আমি,-
যেদিন তুমি খোকা বলে ডাকবে একটি বার।
ইচ্ছে ছিল মায়ের কোলো মাথা রেখে
নিশ্চিন্তের এক ঘুম ঘুমোবো।
ঘুম ভাঙলেই দেখব মায়ের চাঁদপানা মুখ।
কিন্তু এ পোড়া কপালে সইল না,-
সইল না এ হেন মাতৃ সুখ।
সময় এসেছে যেতে হবে মা-গো পথ চেয়ে আছে মোরে।
আশিস চাইতে এসেছি এবেলা দাঁড়িয়েছি তব দ্বারে।
খোলো খোলো দ্বার শুধু একবার ছুঁতে দাও শ্রী-চরণ।
তোমার চরণ স্পর্শে মা-গো ধন্য এ জীবন।
তোমারই চরণে থামে যেন মা-গো আমার এ জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন