বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

মনে পড়ে তোমার

মনে পড়ে তোমার,
একদিন আমিই তোমাকে বলেছিলাম,-
|"যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে,
তার ভালোবাসা কখনও হারিয়ে যায় না।"|
কিন্তু কালের খেয়াল দেখ,
আজ আমি নিজেকেই আর ভালোবাসি না!
মনে পড়ে তোমার সেদিনের কথা,
যে কথাটি শুধুই তোমার
কানে কানে বলেছিলাম,
|"আমি তোমাকে ভালোবাসি, খুবই ভালোবাসি, কখনও ভুলব না তোমাকে।"|
সেদিন আমি একদমই বুঝতে পারিনি যে,
একদিন আমি নিজেকেই ভুলে যাব।

বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

কি নাম দিই তার?

টুপ্-টুপ্
মোবাইল স্কিনের উপর পড়ে গেল দু-ফোঁটা বর্ণহীন তরল!
নামহীন--
কি নাম দিই তার?
সমব্যাথা; করুণা নাকি ভালবাসা!
জানি না, আমি তা জানি না!
তবে, মন থেকে ঠোঁট সরাসরি কয়েকটি শব্দ বেরিয়ে আসে,-
"নাহ্! হতেই পারে না, তোমার ভবিষ্যত্ এমন নির্মম, হতেই পারে না, তুমি তা কল্পনা ও করো না! আমি ঈশ্বর বিশ্বাস করিনা, তবু বলব যদি সত্যিই ঈশ্বর বলে কেউ আছে তবে সে তোমার মঙ্গল করুক। তুমি যেখানেই পৃথিবীর যে প্রান্তেই থাকো তোমার জীবন হোক সাত রঙে রঙিন, ঠোঁট লেগে থাকুক এক পশলা হাসি, সুখী হও!"
কি নাম এর?
সমব্যাথা; করুণা নাকি ভালবাসা!

______সুরজিৎ সী

রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

মিথ্যা

বেহায়া কিংবা নির্লজ্জ যাই বল আমারে,
ফিরে এলাম E-দুনিয়ায় বন্ধু তোমার তরে।
ভুল তো আমিই করেছিলাম শাস্তি কেন তার,
এটা ভেবেই নিজের জগতে ডেকেছি অন্ধকার।
ভেবে ছিলাম থামলে আমি চলবে অন্য কেউ,
গরজে উঠবে আগের মতো, তুলবে নতুন ঢেউ।

কিন্তু সময় জানিয়ে দিল,,,,
মড়ার গায়ে চিমটি কাটা,
থালায় জলে জোয়ার ভাটা,
সিংহ মামার সিং'এর দেখা,
জ্যান্ত পরীর আসল পাখা,
সাপের বুকে চারটি ট্যাং,
মাথায় নাচে সোনা ব্যাঙ,
সব মিথ্যা সব গুজব!

পেটের ব্যাথা মনের ভয়,
চোখের জল ও মিথ্যা হয়!
কারো জন্য কেউ থামেনা,
গ্লাসের জলে ঢেউ জমে না।
______সুরজিৎ সী

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

তোমার আঙুল খোঁজে

দিশেহারা কবিতা গুলি তোমার আঙুল খোঁজে, সম্পুর্ণতা পেতে চায়,
কিন্তু তোমার আঙুল এখন হিরের আংটির অপেক্ষায়!
ছন্নছাড়া ছন্দ আমার তোমার সাথে মিলতে চায়,
কিন্তু তোমার সময় কোথায় লগ্ন'টা যে বয়ে যায়!

বুঝি আমি সবই বুঝি, অবুঝ আমার কবিতারা।
তোমার উপর অভিমানে হয়ে যায় ছন্নছাড়া।
----সুরজিৎ সী