দিশেহারা কবিতা গুলি তোমার আঙুল খোঁজে, সম্পুর্ণতা পেতে চায়,
কিন্তু তোমার আঙুল এখন হিরের আংটির অপেক্ষায়!
ছন্নছাড়া ছন্দ আমার তোমার সাথে মিলতে চায়,
কিন্তু তোমার সময় কোথায় লগ্ন'টা যে বয়ে যায়!
বুঝি আমি সবই বুঝি, অবুঝ আমার কবিতারা।
তোমার উপর অভিমানে হয়ে যায় ছন্নছাড়া।
----সুরজিৎ সী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন