বেহায়া কিংবা নির্লজ্জ যাই বল আমারে,
ফিরে এলাম E-দুনিয়ায় বন্ধু তোমার তরে।
ভুল তো আমিই করেছিলাম শাস্তি কেন তার,
এটা ভেবেই নিজের জগতে ডেকেছি অন্ধকার।
ভেবে ছিলাম থামলে আমি চলবে অন্য কেউ,
গরজে উঠবে আগের মতো, তুলবে নতুন ঢেউ।
কিন্তু সময় জানিয়ে দিল,,,,
মড়ার গায়ে চিমটি কাটা,
থালায় জলে জোয়ার ভাটা,
সিংহ মামার সিং'এর দেখা,
জ্যান্ত পরীর আসল পাখা,
সাপের বুকে চারটি ট্যাং,
মাথায় নাচে সোনা ব্যাঙ,
সব মিথ্যা সব গুজব!
পেটের ব্যাথা মনের ভয়,
চোখের জল ও মিথ্যা হয়!
কারো জন্য কেউ থামেনা,
গ্লাসের জলে ঢেউ জমে না।
______সুরজিৎ সী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন