বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

কি নাম দিই তার?

টুপ্-টুপ্
মোবাইল স্কিনের উপর পড়ে গেল দু-ফোঁটা বর্ণহীন তরল!
নামহীন--
কি নাম দিই তার?
সমব্যাথা; করুণা নাকি ভালবাসা!
জানি না, আমি তা জানি না!
তবে, মন থেকে ঠোঁট সরাসরি কয়েকটি শব্দ বেরিয়ে আসে,-
"নাহ্! হতেই পারে না, তোমার ভবিষ্যত্ এমন নির্মম, হতেই পারে না, তুমি তা কল্পনা ও করো না! আমি ঈশ্বর বিশ্বাস করিনা, তবু বলব যদি সত্যিই ঈশ্বর বলে কেউ আছে তবে সে তোমার মঙ্গল করুক। তুমি যেখানেই পৃথিবীর যে প্রান্তেই থাকো তোমার জীবন হোক সাত রঙে রঙিন, ঠোঁট লেগে থাকুক এক পশলা হাসি, সুখী হও!"
কি নাম এর?
সমব্যাথা; করুণা নাকি ভালবাসা!

______সুরজিৎ সী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন