মনে পড়ে তোমার,
একদিন আমিই তোমাকে বলেছিলাম,-
|"যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে,
তার ভালোবাসা কখনও হারিয়ে যায় না।"|
কিন্তু কালের খেয়াল দেখ,
আজ আমি নিজেকেই আর ভালোবাসি না!
মনে পড়ে তোমার সেদিনের কথা,
যে কথাটি শুধুই তোমার
কানে কানে বলেছিলাম,
|"আমি তোমাকে ভালোবাসি, খুবই ভালোবাসি, কখনও ভুলব না তোমাকে।"|
সেদিন আমি একদমই বুঝতে পারিনি যে,
একদিন আমি নিজেকেই ভুলে যাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন